সহজ জয় বায়ার্ন আর ডর্টমুন্ডের
জার্মানির বুন্দেসলিগায় সহজ পেয়েছে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড।
ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে বায়ার্নের জয়টি ২-০ গোলের। আর ফ্রাইবুর্গকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ডর্টমুন্ড।
শনিবার নিজেদের মাঠে প্রথমার্ধেই এগিয়ে যায় বুন্দেসলিগার গত
মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্ন। ম্যাচের ২৭তম মিনিটে দলকে এগিয়ে দেয়া গোলটি করেন
ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির জয়ের নায়ক মারিও গোটসে।
চোটের কারণে
বিশ্বকাপে খেলতে না পারা ফ্রাঙ্ক রিবেরি ব্যবধান ২-০ গোলটি করেন ৮৫তম মিনিটে।
রিবেরির গোলটির উৎস ছিলেন রবের্ত লেভানদোভস্কি। এর আগে পোল্যান্ডের এই স্ট্রাইকারকে
গোলবঞ্চিত করে গোল পোস্ট।
এদিকে নিজেদের মাঠে প্রথম গোল পেতে বরুসিয়া
ডর্টমুন্ডকে অপেক্ষা করতে হয় ৩৪ মিনিট পর্যন্ত। দলকে এগিয়ে দেয়া গোলটি করেন
আদ্রিয়ান রামোস।
৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এ মৌসুমেই ম্যানচেস্টার
ইউনাইটেড থেকে নিজের পুরানো ক্লাবে ফেরা জাপানের মিডফিল্ডার সিনজি
কাগওয়া।
৭৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করা গোলটি ফ্রান্সের ফরোয়ার্ড
পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের।
ম্যাচের অন্তিম মুহূর্তে একটি গোল শোধ করে
ফ্রাইবুর্গ।
No comments:
Post a Comment