অভিষেকের চেন্নাইয়ে মাতেরাস্সি
সাবেক সতীর্থ আলেসান্দ্রো দেল
পিয়েরোকে অনুসরন করলেন মার্কো মাতেরাস্সি। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল)
যোগ দিয়েছেন ইতালির সাবেক এই ডিফেন্ডার।
শুক্রবার আইএসএলের এক মুখপাত্র জানান, ৪১ বছর বয়সী মাতেরাস্সি চেন্নাই
দলে খেলোয়াড় ও ম্যানেজার দুই দায়িত্বেই থাকবেন। আইএসএলের এই দলটির মালিকদের
একজন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।
আইএসলের মুখপাত্র জানান,
ব্যাঙ্গালোরে দলের অনুশীলনে যোগ দিতে আগামী বৃহস্পতিবারের মধ্যে ভারতে পা
রাখার কথা ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জেতা মাতেরাস্সির।
২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইন্টার মিলানের সাবেক ডিফেন্ডার মাতেরাস্সির দুটি ঘটনা ফুটবল বিশ্বে সবার মনে স্থায়ী জায়গা করে নেয়।
মাতেরাস্সির
কারণে পেনাল্টি পায় ফ্রান্স। জিনেদিন জিদানের করা পেনাল্টি থেকে এগিয়েও
যায় তারা। মাতেরাস্সির গোলেই আবার সমতায় ফেরে ইতালি।
অতিরিক্ত সময়ে মাতেরাস্সিকে ঢুস মেরে লাল কার্ড দেখেন জিদান। ফ্রান্সের কিংবদন্তি অবশ্য জানান, তাকে প্ররোচিত করা হয়েছিল।
টাইব্রেকারে গড়ানো ম্যাচে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা জেতে ইতালি।
মাতেরাস্সির ২০০৬ বিশ্বকাপের সতীর্থ দেল পিয়েরো আরো আগেই আইএসএলে নাম লেখান। দিল্লি দলে খেলবেন তিনি।
এ
ছাড়াও ফ্রান্স ও জুভেন্টাসের সাবেক স্ট্রাইকার দাভিদ ত্রেজেগে আর তার
স্বদেশি রবের্ত পিরেস, স্পেনের হুয়ান কাপদেভিয়া ও লুইস গার্সিয়া এবং
নিউক্যাসল ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার মাইকেল চোপরাও আইএসএলে খেলা নিশ্চিত
করেন।
আট দলের এই লিগ ১২ অক্টোবর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা।
No comments:
Post a Comment