Monday, 15 September 2014

রাজ্জাককে ছাড়িয়ে সাকলাইন সজীবের রেকর্ড


রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৮২ রানে ৯ উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকলাইন। তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে অতিথিরা মাত্র ২০৬ রানে অলআউট হয়ে যায়।
প্রথম শ্রেণির ক্রিকেটে রাজ্জাক ৯ উইকেট নিয়েছেন নিয়েছেন দুইবার। গত মৌসুমেই জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর বিপক্ষে কক্সবাজারে ৯১ রানে ৯ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।
মাত্র ৭ রানের জন্য সেবার নিজের গড়া রেকর্ড স্পর্শ করতে পারেননি রাজ্জাক। ২০১২/১৩ মৌসুমে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৮৪ রানে ৯ উইকেট নিয়ে মোশাররফ হোসেনের রেকর্ড নিজের করে নিয়েছিলেন তিনি।
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৯ উইকেট নেয়ার কৃতিত্ব মোশাররফের। ২০০৪/০৫ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের বিপক্ষে ১০৫ রানে ৯ উইকেট নিয়েছিলেন বরিশাল বিভাগের হয়ে খেলা এই বাঁহাতি স্পিনার।

No comments: