আবারো আতলেতিকোর রিয়াল বধ
দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো
রোনালদো চোট কাটিয়ে ফিরলেও রিয়াল মাদ্রিদের হতাশার চিত্র পাল্টায়নি। লা
লিগায় এবার ঘরের মাঠেই হেরেছে তারা। নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের
কাছে শনিবার লিগের সবচেয়ে সফল দলটির হার ২-১ গোলে।
গত মাসে
স্পেনের সুপার কাপের ফিরতি লেগে আতলেতিকোর কাছে হেরে গিয়েছিল রিয়াল। তাছাড়া লা
লিগার সবশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে ৪-২ গোলে হারে আনচেলত্তির
দল।
তাই এদিনের ম্যাচটি রিয়ালের জন্য একদিকে ছিল প্রতিশোধের, অন্যদিকে লিগে
জয়ে ফেরার।
ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে শুরুতে অবশ্য তার উল্টোই হয়।
দশম মিনিটেই পিছিয়ে পড়ে বর্তমান ইউরোপ সেরা রিয়াল। স্পেনের মিডফিল্ডার কোকের
কর্নারে হেড করে গোল করেন পর্তুগালের মিডফিল্ডার তিয়াগো।
শুরুতেই অমন
ধাক্কায় মুষড়ে পড়ে গ্যালারিতে উপস্থিত রিয়াল সমর্থকেরা। ১৫ মিনিট বাদেই অবশ্য তাদের
মুখে স্বস্তির হাসি ফোটান চোট কাটিয়ে মাঠে ফেরা ক্রিস্তিয়ানো
রোনালদো।
আতলেতিকোর ব্রাজিলের ডিফেন্ডার গিলেরমে সিকুইরা রোনালদোকে ফাউল
করলে পেনাল্টি পায় রিয়াল। তা থেকেই দলকে সমতায় ফেরান রিয়ালের সবচেয়ে বড় এই
তারকা।
মিনিট সাতেক বাদে এগিয়েও যেতে পারতো রিয়াল। কিন্তু টনি ক্রুসের পাস
থেকে নেয়া রোনালদোর শটটি লক্ষ্যভ্রষ্ট হয়।
এরপর একের পর এক আক্রমণ করতে থাকে
স্বাগতিকরা। কিন্তু রোনালদো, করিম বেনজেমা ও ক্রুসরা বারবার ব্যর্থ হন। আতলেতিকোও
দুইবার সুযোগ পেয়েছিল কিন্তু তারাও ব্যর্থ হলে ১-১ সমতায় শেষ হয়
প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই রোনালদোর দেয়া দারুণ একটি পাস
লক্ষ্যে রাখতে ব্যর্থ হন এই মৌসুমেই রিয়ালে যোগ দেয়া হামেস রদ্রিগেস।
৫৮তম
মিনিটে দলকে আবারো এগিয়ে দেয়ার সুযোগ নষ্ট করে আতলেতিকোর মারিও
মানজুকিচ।
এরপর রিয়াল আরো কয়েকটি সুযোগ হারানোর পর ৭৬তম মিনিটে দ্বিতীয়বারের
মতো এগিয়ে যায় আতলেতিকো। ডি বক্সের ডান দিক থেকে স্পেনের ডিফেন্ডার হুয়ানফ্রানের
আড়াআড়ি পাস থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান বদলি হিসেবে নামা তুরস্কের মিডফিল্ডার
আরদা তুরান।
বাকি সময়ে রিয়াল গোল পরিশোধের বেশ কয়েকবার সুযোগ পেলেও তা কাজে
লাগাতে পারেনি দলের কেউ। ফলে এক মাসের মধ্যে আতলেতিকোর কাছে দ্বিতীয় হারের লজ্জায়
মাঠ ছাড়তে হয় ইউরোপের সফলতম ক্লাবটিকে।
লিগে তিন ম্যাচে টানা দুই হারে
পয়েন্ট তালিকায় দ্বাদশ স্থানে নেমে গেছে রিয়াল, তাদের পয়েন্ট ৩।
লিগে দিনের
প্রথম ম্যাচে আথলেতিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারানো বার্সেলোনা সবকটি ম্যাচ জিতে ৯
পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে।
দ্বিতীয় স্থানে থাকা বর্তমান
চ্যাম্পিয়ন আতলেতিকোর পয়েন্ট ৭।
No comments:
Post a Comment