কস্তার হ্যাটট্রিকে চেলসির বড় জয়
শুরুতেই চেলসির ‘গোল মেশিন’ হয়ে উঠেছেন দিয়েগো কস্তা। তার হ্যাটট্রিকেই সোয়ানসি সিটিকে ৪-২ গোলে হারিয়েছে জোসে মরিনিয়োর দল।
শনিবার নিজেদের মাঠে ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি চেলসির।
১১তম মিনিটে জন টেরির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা।
এরপরই শুরু হয় এ
মৌসুমেই চেলসিতে নাম লেখানো কস্তার জাদু। ৪৫তম মিনিটে দলকে সমতায় ফেরানো গোলটি তিনি
করেন বক্সের মধ্য থেকে হেডে। গোলটির উৎস ছিলেন এ মৌসুমেই চেলসিতে যোগ দেয়া স্পেনের
আরেক খেলোয়াড় সেস ফাব্রেগাস।
কস্তা আর চেলসির দ্বিতীয় গোলটির উৎসও
ফাব্রেগাস। এডেন হ্যাজার্ডের সঙ্গে বল দেয়া নেয়া করে বার্সেলোনার সাবেক মিডফিল্ডার
বল দেন স্বদেশি কস্তাকে। ৫৬তম মিনিটে সহজেই কস্তা বল পাঠান সোয়ানসির
জালে।
১১ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন কস্তা। ব্রাজিলের মিডফিল্ডার
রামিরেসের থেকে পাওয়া বলটি বাঁ পায়ে জালে পাঠান তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে
৪ ম্যাচে এরই মধ্যে ৭ গোল করে ফেলেছেন ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের এই
ফরোয়ার্ড।
সোয়ানসির জালে চেলসির গোলবন্যার শেষ হয় ৮১তম মিনিটে। রেমির করা এই
গোলটির সঙ্গে জড়িয়ে ছিলেন ব্রাজিলের আরেক মিডফিল্ডার অস্কার। তার রক্ষণ-চেরা এক পাস
থেকেই ডান পায়ে বল জালে জড়ান রেমি।
No comments:
Post a Comment