Wednesday, 3 September 2014

প্রকাশ হচ্ছে শচীনের আত্মজীবনীমূলক বই






সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ হতে যাচ্ছে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’।
আগামী ৬ নভেম্বর ভারতের ক্রিকেট ঈশ্বরের আত্মজীবনীমূলক বইটি সাধারণ ভক্তরা হাতে পাবেন। সেদিনই আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশিত হবে। ভক্ত-সমর্থকদের টুইটারের মাধ্যমে নিজেই এ খবর জানিয়েছেন শচীন।
ওয়াংখেড়েতে তার জীবনের শেষ টেস্ট ম্যাচে ৭৪ রানের ইনিংসের পর ব্যাট উঁচিয়ে বিদায় নেওার ছবিটিই স্থান পেয়েছে বইটির প্রচ্ছদে। বইটির সহলেখক বিখ্যাত ক্রিকেট লেখক বোরিয়া মজুমদার।
দীর্ঘ ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের পর্দা টেনে গত বছরের নভেম্বরে ক্রিকেট থেকে বিদায় নেন ভারতের এই লিটল মাসার।

No comments: