Wednesday 3 September 2014

শ্রীলঙ্কায় ব্যর্থতার জন্য প্রস্তুতির অভাবকেই দুষলেন মিসবাহ





শ্রীলঙ্কায় দলের ব্যর্থতার পিছনে ব্যাট হাতে নিজের বাজে পারফরমেন্স ‘বিগ ফ্যাক্টর’ হিসেবে কাজ করেছে বলে স্বীকার করেছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মিসবাহ-উল হক। গত আগস্টে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর ২-১ ব্যধানে ওয়ানডে সিরিজ হারে পাকিস্তান।
২০১০ সালে অধিনায়কের দায়িত্ব নেয়ার পর থেকেই পাকিস্তান দলের ব্যাটিং লাইনআপের মূল শক্তিতে আবির্ভূত হন মিসবাহ এবং গত বছর ওয়ানডে ক্রিকেটে বিশ্বে সর্বোচ্চ ১৩৭৩ রান করেন তিনি।
কিন্তু ৪০ বছর বয়সী মিসবাহ শ্রীলঙ্কা সফরে ছিলেন একদম নিষ্প্রভ। দুই টেস্ট এবং তিন ওয়ানডে ম্যাচে তার মোট রান ছিল ৬৭।
মিসবাহ বলেন, ‘আমি চাপ দিলে কোনো সমস্যার সমাধান হবে না, একজন ব্যাটসম্যান হিসেবে আমি সেখানে কোন অবদান রাখতে পারিনি এবং এটা ছিল বড় বিষয়।’
তিনি আরও বলেন, ‘আমার মূল বিষয়ে আমার আরো বেশি কাজ করা দরকার এবং যত তাড়াতাড়ি সম্ভব ফর্মে ফেরা দরকার। কেননা আপনি যখন দলে সিনিয়র ব্যাটসম্যান হিসেবে খেলবেন আপনার অবদান খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, গত ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের পর ম্যাচ অনুশীলনের অভাবও এ সফরে পরাজয়ে বড় ভূমিকা পালন করেছে।
দুই টেস্টে ২৩ উইকেট শিকার করা শ্রীলংকান স্পিনার রঙ্গনা হেরাথের কাছে বিধ্বস্ত হওয়া পাকিস্তান অধিনায়ক মিসবাহ বলেন, ‘আমাদের ম্যাচ অনুশীলনের অভাব ছিল এবং আমরা এটা মানিয়ে নিতে পারিনি।’
শ্রীলংকা সফরে ব্যর্থতার পর নব নিযুক্ত প্রধান কোচ ওয়াকার ইউনিস এবং ব্যাটিং কোচ গ্রান্ট ফাওয়ারও চাপে আছেন। তবে মিসবাহর মতে, এতো তাড়তাড়ি তাদের কাজকে বিচার করা যাবে না।
মিসবাহ বলেন, ‘আপনার সঙ্গে যে সাপোর্টিং স্টাফই থাকুক না কেন তারা আপনাকে সাহায্য করতে এবং দল ও খেলোয়াড়দের সঙ্গে কঠোর পরিশ্রম করতে চেষ্টা করেন। কিন্তু আপনি যখন এমন অবস্থায় পড়বেন যেখানে ফল আসছে না তখন কিছুটা সময় দরকার। আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত এবং সমাধান করতে আমরা পরবর্তী সিরিজ পর্যন্ত সময় পাচ্ছি।’
শ্রীলঙ্কা সফরে ব্যর্থতা পর্যালোচনা এবং আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের আগামী দুটি সিরিজের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে মিসবাহ ও ইউনিস গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে সাক্ষাত্ করেন।

No comments: