লিগ কাপ থেকে আর্সেনালের বিদায়
ক্যাপিটাল ওয়ান কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো আর্সেনালকে। সাউথ্যাম্পটনের কাছে ২-১ গোলে হেরেছে তারা।
আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের শুরুর দিকেই
এগিয়ে যায় স্বাগতিকরা। ১৪তম মিনিটে দলকে এগিয়ে দেয়া গোলটি করেন আলেক্সিস
সানচেস।
গোল খাওয়ার ৬ মিনিট পরই পেনাল্টি থেকে তা শোধ করে দেন সাউথ্যাম্পটনের দুসান তাদিচ।
৪০তম মিনিটে ন্যাথ্যানিয়েল ক্লাইনের গোলে এগিয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা সাউথ্যাম্পটন।
তুলনামূলক বড় দলের বিপক্ষে গোল ধরে রাখার জন্য অতিরিক্ত রক্ষণাত্মক খেলেনি তারা। ভালো খেলা উপহার দিয়েই আর্সেনালের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে 'সেইন্টস' নামে পরিচিত দলটি।
প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।
গোল খাওয়ার ৬ মিনিট পরই পেনাল্টি থেকে তা শোধ করে দেন সাউথ্যাম্পটনের দুসান তাদিচ।
৪০তম মিনিটে ন্যাথ্যানিয়েল ক্লাইনের গোলে এগিয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা সাউথ্যাম্পটন।
তুলনামূলক বড় দলের বিপক্ষে গোল ধরে রাখার জন্য অতিরিক্ত রক্ষণাত্মক খেলেনি তারা। ভালো খেলা উপহার দিয়েই আর্সেনালের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে 'সেইন্টস' নামে পরিচিত দলটি।
প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।
No comments:
Post a Comment