ফলো-অন এড়ানোর লড়াইয়ে তৃতীয় দিনের সকালে সতর্ক ব্যাটিং করেন মাহমুদুল্লাহ রিয়াদ ও শফিউল ইসলাম। আগের দিনের ১৫ রানের জুটিকে ৪৫ পর্যন্ত নিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হন শফিউল।
শ্যানন গ্যাব্রিয়েলের বলে উইকেটরক্ষক দিনেশ রামদিনের হাতে ধরা পড়ার আগে ১০ রান করেন শফিউল।
উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন বলেই ফলো-অন এড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু অর্ধশতকে পৌঁছানোর তার বিদায়ে অতিথিদের ফলো-অন অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
৫৩ রান করে সুলেমান বেনের বলে রামদিনের হাতে ধরা পড়েন মাহমুদুল্লাহ। তার বিদায়ের আর বেশি দূর এগোয়নি বাংলাদেশের ইনিংস।
সোমবার বসেজু স্টেডিয়ামে ৭ উইকেটে ১০৪ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।
প্রথম টেস্টে ফলো-অনে পড়া বাংলাদেশ ইনিংস হারের লজ্জা এড়ালেও ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারে।
No comments:
Post a Comment