Wednesday, 24 September 2014

রেকর্ড ডাকছে রোনালদোকে


চলতি মৌসুমে রিয়ালের হয়ে লা লিগার ৪ ম্যাচে ৯ গোল করেন রোনালদো। আর সব মিলিয়ে ৮ ম্যাচে করেন ১২ গোল। এই বারো গোলের মধ্যে আছে দুটি হ্যাটট্রিক।

লা লিগার সর্বশেষ ম্যাচে এলচের জালে চারবার গোল উৎসব করেন রোনালদো। এ নিয়ে রিয়ালের হয়ে তিন ম্যাচে চারটি করে গোল পেলেন তিনি।

এএস ডটকম জানায়, স্পেনের সফলতম এই ক্লাবটির হয়ে চার ম্যাচে চার গোল পাওয়ার রেকর্ডটি দি স্তেফানোর। রিয়ালের জার্সিতে প্রতিপক্ষের জালে আর একবার চার গোল পেলে দি স্তেফানোকে ছুঁয়ে ফেলবেন পর্তুগাল ফরোয়ার্ড।

এ পর্যন্ত রিয়ালের হয়ে ২৪টি হ্যাটট্রিক পেয়েছেন রোনালদো। দশবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করার রেকর্ডও দি স্তেফানোর। ২৮টি হ্যাটট্রিক করে সবার ওপরে থাকা দি স্তেফানোর রেকর্ড নিজের করে নিতে ব্যালন ডি’অর জয়ী রোনালদোর দরকার আর ৫টি হ্যাটট্রিক।


লা লিগায় এ মুহূর্তে রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা ২১টি। দি স্তেফানো ও তেলমো সাররাকে পেছনে ফেলতে আর দুটি হ্যাটট্রিক চাই এই ফরোয়ার্ডের। দি স্তেফানো ও সাররা স্পেনের শীর্ষ লিগে ২২টি করে হ্যাটট্রিক পেয়েছিলেন।

চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর গোল সংখ্যা ৬৯টি। ইউরোপসেরার আসরে সর্বোচ্চ গোলদাতা হতে ২৯ বছর বয়সী এই তারকার আর ৩ গোল দরকার। ৭১ গোল নিয়ে রেকর্ডটি নিজের করে রেখেছেন রিয়ালেরই সাবেক ফুটবলার রাউল গঞ্জালেস।

অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদোকে খুব একটা স্বস্তিতে থাকতে দিচ্ছেন না লিওনেল মেসি। ৬৭টি চ্যাম্পিয়ন্স লিগ গোল নিয়ে রিয়াল তারকার পেছনে ছুটছেন বার্সেলোনার মেসি।

রেকর্ড ডাকছে রোনালদোকে


চলতি মৌসুমে রিয়ালের হয়ে লা লিগার ৪ ম্যাচে ৯ গোল করেন রোনালদো। আর সব মিলিয়ে ৮ ম্যাচে করেন ১২ গোল। এই বারো গোলের মধ্যে আছে দুটি হ্যাটট্রিক।

লা লিগার সর্বশেষ ম্যাচে এলচের জালে চারবার গোল উৎসব করেন রোনালদো। এ নিয়ে রিয়ালের হয়ে তিন ম্যাচে চারটি করে গোল পেলেন তিনি।

এএস ডটকম জানায়, স্পেনের সফলতম এই ক্লাবটির হয়ে চার ম্যাচে চার গোল পাওয়ার রেকর্ডটি দি স্তেফানোর। রিয়ালের জার্সিতে প্রতিপক্ষের জালে আর একবার চার গোল পেলে দি স্তেফানোকে ছুঁয়ে ফেলবেন পর্তুগাল ফরোয়ার্ড।

এ পর্যন্ত রিয়ালের হয়ে ২৪টি হ্যাটট্রিক পেয়েছেন রোনালদো। দশবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করার রেকর্ডও দি স্তেফানোর। ২৮টি হ্যাটট্রিক করে সবার ওপরে থাকা দি স্তেফানোর রেকর্ড নিজের করে নিতে ব্যালন ডি’অর জয়ী রোনালদোর দরকার আর ৫টি হ্যাটট্রিক।


লা লিগায় এ মুহূর্তে রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা ২১টি। দি স্তেফানো ও তেলমো সাররাকে পেছনে ফেলতে আর দুটি হ্যাটট্রিক চাই এই ফরোয়ার্ডের। দি স্তেফানো ও সাররা স্পেনের শীর্ষ লিগে ২২টি করে হ্যাটট্রিক পেয়েছিলেন।

চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর গোল সংখ্যা ৬৯টি। ইউরোপসেরার আসরে সর্বোচ্চ গোলদাতা হতে ২৯ বছর বয়সী এই তারকার আর ৩ গোল দরকার। ৭১ গোল নিয়ে রেকর্ডটি নিজের করে রেখেছেন রিয়ালেরই সাবেক ফুটবলার রাউল গঞ্জালেস।

অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদোকে খুব একটা স্বস্তিতে থাকতে দিচ্ছেন না লিওনেল মেসি। ৬৭টি চ্যাম্পিয়ন্স লিগ গোল নিয়ে রিয়াল তারকার পেছনে ছুটছেন বার্সেলোনার মেসি।

লিভারপুলের ম্যাচে ৩০ পেনাল্টির রেকর্ড!

     
ম্যারাথন টাইব্রেকার জেতার পর লিভারপুল খেলোয়াড়দের উল্লাস। ছবি: ডেইলি মেইলনকআউট রাউন্ডের খেলা হলে নির্ধারিত সময়ের অনিষ্পন্ন ম্যাচ গড়াবে টাইব্রেকারে। এ তো সবাই জানে। কিন্তু একটা ম্যাচে সর্বোচ্চ কয়টি পেনাল্টি শ্যুট আউট হতে পারে? প্রথমে পাঁচজন করে শট নেবেন। তাতে নির্ধারিত না হলে চলতে থাকবে শট নেওয়া। কাল ক্যাপিটাল ওয়ান কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে এই শ্যুট আউট চলতে থাকল রীতিমতো ম্যারাথনের রূপ নিয়ে। সব মিলিয়ে দুই দল মিলে নিল ৩০টি পেনাল্টি। তাতে শেষ পর্যন্ত ১৪-১৩ ব্যবধানে ম্যাচ জিতে লিগ কাপের চতুর্থ রাউন্ডে চলে গেল লিভারপুল। এটাই লিগ কাপে সবচেয়ে বেশি পেনাল্টি নেওয়ার নতুন রেকর্ড।
মিডলসবরোর বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন জর্ডান রসিটার। ৬২ মিনিটে মিডলসবরোকে সমতায় ফেরান অ্যাডাম রিচ। ৯০ মিনিটে ১-১ সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৯ মিনিটে লিভারপুলকে আবার এগিয়ে দেন সুসো। ম্যাচের একদম শেষ মুহূর্তে পেনাল্টি থেকে আবার সমতা ফেরান প্যাট্রিক বামফোর্ড। খেলা গড়ায় টাইব্রেকারে।
সেই বামফোর্ডই মিডলসবরোর হয়ে নেওয়া প্রথম শটটা মিস করেন। লিভারপুলের প্রথম চারজন এবং মিডলসবরোর শেষ চারজন কোনো শট মিস করেননি। কিন্তু লিভারপুলের পঞ্চম শটটি নিতে আসা রাহিম স্টার্লিং আবার শট মিস করলে ৪-৪ সমতা থেকে যায়। এরপর একে একে বাকিরা নিতে থাকেন শট। লিভারপুলের ১১ জনের শট নেওয়া শেষ হয়ে যায়। মিডলসবরোর ১১ জনও শট নেন। কিন্তু ১০-১০ সমতা থেকে যায়। চলতেই থাকে পেনাল্টি শ্যুট আউট।
এরপর লিভারপুল আর মিডলবরোর প্রথম পাঁচজনকে আবার শট নিতে হয়। লিভারপুলের পাঁচজন দ্বিতীয় শট থেকে গোল করলেও মিডলসবরোর ১৫তম শট নিতে আসা অ্যালবার্ট অ্যাডোমা শট মিস করেন। ১৪-১৩ ব্যবধানে জিতে যায় লিভারপুল।
পেনাল্টি শ্যুট আউট মানেই স্নায়ুচাপ। সেই চাপ জয় করে দলের খেলোয়াড়েরা শেষ পর্যন্ত জয় এনে দেওয়ায় তৃপ্ত লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স, ‘আমাদের জন্য দারুণ একটা রাত ছিল এটি। এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়ায় আমি তৃপ্ত। আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য এটা দারুণ এক অভিজ্ঞতা। এটা দারুণ এক জয়, সেই জয়টা যেভাবেই আসুক না কেন।’ সূত্র: ডেইলি মেইল।

জরিমানা গুনলেন ‘আনফিট’ আফ্রিদি

     
খাটো, আরও খাটো! আফ্রিদিকে আরও ঘাম ঝরাতে হবে অনুশীলনে। ফাইল ছবিঅতিকায় তারকারও লোপ পাইয়াছেন। কিন্তু শহীদ আফ্রিদি খেলে যাচ্ছেন এখনো। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর ধরে খেলছেন, ভাবা যায়! আফ্রিদির এত দিন ধরে খেলে যাওয়ার নেপথ্যে বড় ভূমিকা রেখেছে তাঁর ফিটনেস। কিন্তু পাঠান শরীরেও তো বয়সের ঘুণ ধরতে পারে। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ফিটনেস পরীক্ষায় তাই পাস নম্বর পাননি এই অলরাউন্ডার। বিশাল অঙ্কের জরিমানা তাই গুনতে হলো। মাসিক বেতনের ২৫ শতাংশ কেটে রাখা হয়েছে তাঁর।
সম্প্রতি খেলোয়াড়দের ফিটনেসের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে পিসিবি। গত জুন থেকে কার্যকর এই ফিটনেস নীতিতে বলা হয়েছে, খেলোয়াড়দের সব সময় তাঁদের ফিটনেস ধরে রাখতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। নিয়মিত ফিটনেস পরীক্ষায় যাঁরা উতরোতে পারবেন না, তাঁদের গুনতে হবে জরিমানা।
গত ৬, ৮ ও ১২ সেপ্টেম্বর ২৯ জন খেলোয়াড়ের ফিটনেস পরীক্ষা নেয় পিসিবি। এর মধ্যে আফ্রিদি ও উমর আকমলসহ ১২ জন খেলোয়াড় এই পরীক্ষায় ফেলটুস হয়েছেন। তাই জরিমানা গুনতে হচ্ছে তাঁদের। সোয়া চার লাখ রুপি বেতন পাওয়া আফ্রিদির জরিমানার অঙ্কটাও তাই এক লাখ রুপিরও বেশি।
ফিটনেস ধরে রাখতে না পারলে যেমন জরিমানা দিতে হচ্ছে, ফিটনেস ভালো রাখায় পুরস্কার হিসেবে আছে বোনাসও। মজার ব্যাপার হলো, মিসবাহ-উল হকের মতো ‘বুড়ো’ও এই বোনাস পেয়েছেন। ফিটনেস ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় আছেন ইউনুস খানও। নাহ্‌, আফ্রিদিকে জিমে আরও বেশি সময় কাটাতেই হচ্ছে! সূত্র: এএফপি।
লিগ কাপ থেকে আর্সেনালের বিদায়

শাহাদাত–জুবায়ের ধসিয়ে দিলেন জিম্বাবুয়ে ‘এ’ দলকে

     
শাহাদাত পেয়েছেন ৪ উইকেট। ফাইল ছবিফতুল্লায় জিম্বাবুয়ে ‘এ’ দলের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৩২ রানে। সফরকারীদের ধসিয়ে দিয়েছেন মূলত দুজন—শাহাদাত হোসেন ও জুবায়ের হোসেন। দুজনের দখলেই ৮ উইকেট। অন্যদিকে প্রথম ইনিংসে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি ফসকে গিয়েছিল শাহরিয়ার নাফীসের। দ্বিতীয় ইনিংসে ঠিক উল্টো যাত্রা এই বাঁ হাতি ওপেনারের। ফিরেছেন ‘গোল্ডেন ডাক’ মেরে! দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল ব্যাটিং চিত্র অনেকটা শাহরিয়ারের মতোই। তবে ব্যতিক্রম মার্শাল আইয়ুব। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ১০৮ রান। এগিয়ে ২৩৪ রানে। প্রথম ইনিংসে ১২৬ রানের লিডই সুবিধা করে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে।
দলের দ্বিতীয় ইনিংসের উদ্বোধনী জুটিতে আসা ১০ রানে কোনো অবদান না রেখেই ফেরেন শাহরিয়ার। দলীয় ৩৪ রানে ফেরেন অপর ওপেনার সাদমান ইসলাম। শুরুর এই ধাক্কা সামাল দেন আইয়ুব ও রকিবুল হাসান। দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৪২ রান। তাতেন্দা মানাতসার বলে বোল্ড হওয়ার আগে আইয়ুবের সংগ্রহ সর্বোচ্চ ৫৩। এরপর আবারও ছন্দপতন! ২ উইকেটে ৭৬ থেকে ৫ উইকেটে ১০৮। প্রতিকূল আবহাওয়ার কারণে খেলা থেমে যায় বিকেল চারটার দিকে।
গত দিনের ৬ উইকেটে ৯১ রানে খেলতে নেমে আজ জিম্বাবুয়ে অলআউট ১৩২ রানে। সর্বোচ্চ ৪৭ এসেছে ব্রায়ান চারির ব্যাট থেকে। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন পেসার শাহাদাত ও স্পিনার জুবায়ের।

Tuesday, 16 September 2014



‘না’ ভোট দিতে তিন ব্রিটিশ নেতার আহ্বান


রোববার স্কটল্যান্ডে এক অনুষ্ঠানে ডেভিড ক্যামেরন ষ ছবি: রয়টার্সযুক্তরাজ্যের প্রধান তিন দলের নেতা কনজারভেটিভ দলের নেতা ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, লেবার নেতা এড মিলিব্যান্ড এবং লিবারেল ডেমোক্র্যাট নেতা নিক ক্লেগ ‘না’ ভোট দিতে স্কট্ল্যান্ডবাসীর কাছে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবারের গণভোটে তাঁরা বিচ্ছিন্ন হওয়ার বিপক্ষে ভোট দিলে স্কটল্যান্ডকে আরও বেশি ক্ষমতা দেওয়ার জন্য তাঁরা একটি অঙ্গীকারনামায় স্বাক্ষরও করেছেন। খবর বিবিসির।
তিন নেতার স্বাক্ষর করা অঙ্গীকারনামা গতকাল মঙ্গলবার স্কটল্যান্ডের জনপ্রিয় ট্যাবলয়েড পত্রিকা ডেইলি রেকর্ড-এর প্রথম পৃষ্ঠায় ছাপা হয়।
অঙ্গীকারটিতে তিনটি অংশ আছে। এর মধ্যে ‘বারনেট ফর্মুলা’ সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বারনেট ফর্মুলার মাধ্যমেই যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে সরকারি ব্যয়বরাদ্দ নির্ধারণ করে। অঙ্গীকারের প্রথম দফায় স্কটল্যান্ডের পার্লামেন্টের জন্য আরও বেশি মাত্রায় নতুন ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি আছে। এর জন্য সময়সীমা নির্ধারণেরও অঙ্গীকার করেছেন তিন নেতা।
দ্বিতীয় ভাগে সম্পদের সুষম বণ্টন করে সমান সুযোগ ও নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়। তৃতীয় ভাগে জাতীয় স্বাস্থ্য পরিষেবায় (এনএইচএস) আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।
তবে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষের সমর্থকেরা বলছেন, কেবল স্বাধীনতাই ক্ষমতাবৃদ্ধির নিশ্চয়তা দিতে পারে।
আগামীকালের গণভোটে যদি স্বাধীনতার পক্ষে রায় হয়, তবে যুক্তরাজ্যের সঙ্গে ৩০০ বছরের জোটের ছেদ হবে স্কটল্যান্ডের। যুগোশ্লাভিয়া ভেঙে যাওয়ার পর ইউরোপে আরেক নতুন দেশের জন্ম হবে।
নির্বাচন-পূর্ব কয়েকটি জনমত জরিপের ফলাফল বলছে, নির্বাচন হবে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথম দিকে পিছিয়ে থাকলেও শেষ দিকের জরিপগুলোতে স্বাধীনতার পক্ষে জনমত বেড়ে যায়। শুক্রবারই নির্বাচনের ফল ঘোষিত হবে।

আমাজনে জলবায়ু পর্যবেক্ষণ টাওয়ার

     
ব্রাজিলের আমাজন জঙ্গলে জলবায়ু পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হচ্ছে। ৩২৫ মিটার উঁচু টাওয়ারটিতে উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি থাকবে। এসব যন্ত্র ওই অঞ্চলের তাপমাত্রা, পানি, মেঘ সৃষ্টি, কার্বন শোষণ ও আবহাওয়া-সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করবে। টাওয়ারটির নাম দি আমাজন টল টাওয়ার অবজারবেটরি। এটি ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট অব আমাজনিয়ান রিসার্চ এবং জার্মানির মার্ক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের যৌথ একটি প্রকল্প। গতকাল সোমবার ব্রাজিলের একটি পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়। এনডিটিভি।

‘দুই-তিন বছরের খেলা দু-তিন দিনেই খেলেছি’!

     
সাকলাইন সজীব। ফাইল ছবিশেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দুই ইনিংসে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকলাইন সজীব। প্রথম ইনিংসে ৮২ রানে ৯ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিংয়ে শীর্ষে অবস্থান করে নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৬ উইকেট। দুই ইনিংস মিলে ১৩২ রানে ১৫ উইকেট।
প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে এটা বাংলাদেশি বোলারদের সেরা বোলিং। আবদুর রাজ্জাকেরও প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ উইকেট পাওয়ার রেকর্ড রয়েছে। তবে সেটি ১৯৩ রানের বিনিময়ে। রানের ব্যবধানে প্রথম স্থানটি এখন সাকলাইনের দখলেই।
স্বাভাবিকভাবেই এ কীর্তিতে উচ্ছ্বসিত সাকলাইন। কক্সবাজার থেকে ফোনে বললেন, ‘খবরটা পেয়েছি। তবে এ রেকর্ড আর কারও আছে কি না, সঠিক জানা নেই। অবশ্যই ভালো লাগছে।’ কক্সবাজারের উইকেটের নানা চরিত্র দেখা গেল গত তিন দিনে। এ প্রসঙ্গে সাকলাইনের জবাব, ‘উইকেট থেকে সহায়তা পেয়েছি। সঠিক জায়গায় বল ফেলেছি এবং উইকেট পেয়েছি।’
প্রতিটি খেলোয়াড়েরই জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে, সাকলাইনেরও আছে। বললেন, ‘পারফর্ম করছি। আশা আছে, জাতীয় দলে ডাকবে একদিন। জাতীয় দলে খেলার স্বপ্ন বহুদিন থেকেই। সুযোগ পেলে স্বপ্নটা পূরণ হয়ে যাবে। প্রথম ইনিংসে ৯ উইকেট পাওয়ার পর পত্রপত্রিকায় সংবাদ দেখে পরিবার-পরিজন, আমার এলাকা রাজশাহীর মানুষের মনে আশা সঞ্চার হয়েছে।’
ঘরোয়া ক্রিকেটে মাঝে হারিয়ে গিয়েছিলেন। আবার দারুণভাবে ফিরে এসেছেন। এ প্রসঙ্গে বললেন, ‘গত দুই-তিন বছরে যে পারফর্ম করতে পারিনি, গত দুই তিন-দিনে সেটি করেছি’!

বাংলাদেশের লক্ষ্য ৪৮৯

     
আরও একটি দুর্দান্ত ইনিংস চন্দরপলের। ছবি: ডব্লিউআইসিবি
ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিনে ইনিংস ঘোষণা করলেও বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়াত ৪২৭। বাংলাদেশ কেন, টেস্টে যেকোনো দলের জন্যই চতুর্থ ইনিংসে এ লক্ষ্য পর্বত-সমান! তবে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করেনি। হয়তো শিবনারায়াণ চন্দরপলের সেঞ্চুরির জন্যই ছিল অপেক্ষা। সেন্ট লুসিয়া টেস্টের চতুর্থ দিনের সকালেই ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি তুলে নিয়েছেন চন্দরপল। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৪৮৯।
গতদিনের ৪ উইকেটে ২০৮ রানের সঙ্গে আজ ৬১ রান যোগ করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। ৪ উইকেটে ২৬৯ তুলে ইনিংস ঘোষণার আগে চন্দরপল ১০১ রানে ও জারমেইন ব্লাকউড ৬৬ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের টি–টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি

শহীদ আফ্রিদি ছবি: রয়টার্স।টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। এরপর থেকে এই পদটা খালিই পড়ে ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ এই পদে নিয়োগ দিয়েছে শহীদ আফ্রিদিকে। পাকিস্তান ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে চিরন্তন ‘মিউজিক্যাল চেয়ারে’ প্রায় তিন বছর পর আবার ভাগ্য খুলেছে আফ্রিদির।

ভাগ্য খুলেছে। কারণ, এর আগেও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১১ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর কোচ ওয়াকার ইউনুস ও তৎকালীন বোর্ড সভাপতি ইজাজ বাটের সঙ্গে বিরোধে জড়িয়ে তা খুইয়েছিলেন তিনি।

এই দফায় আফ্রিদিকে মোটামুটি দীর্ঘ মেয়াদেই নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, আফ্রিদিকে ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করতে হবে।

একই বিবৃতিতে টেস্ট ও ওয়ানডে দলে মিসবাহ-উল-হকের অধিনায়কত্ব নিশ্চিত করা হয়েছে ২০১৫ সাল পর্যন্ত। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খুইয়ে মিসবাহর অধিনায়কত্ব পড়ে গিয়েছিল হুমকির মুখেই।

আগের দফায় অধিনায়ক থাকার সময় আফ্রিদি ১৯টি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন। এর মধ্যে তিনি জয় পেয়েছিলেন আটটিতে, হেরেছিলেন ১১টিতে। সূত্র: এনডিটিভি অনলাইন।

Monday, 15 September 2014

১৬১ রানে অলআউট বাংলাদেশ


ওয়েস্ট ইন্ডিজের ৩৮০ রানের জবাবে তৃতীয় দিনের সকালে ১৬১ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

ফলো-অন এড়ানোর লড়াইয়ে তৃতীয় দিনের সকালে সতর্ক ব্যাটিং করেন মাহমুদুল্লাহ রিয়াদ ও শফিউল ইসলাম। আগের দিনের ১৫ রানের জুটিকে ৪৫ পর্যন্ত নিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হন শফিউল।

শ্যানন গ্যাব্রিয়েলের বলে উইকেটরক্ষক দিনেশ রামদিনের হাতে ধরা পড়ার আগে ১০ রান করেন শফিউল।

উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন বলেই ফলো-অন এড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু অর্ধশতকে পৌঁছানোর তার বিদায়ে অতিথিদের ফলো-অন অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

৫৩ রান করে সুলেমান বেনের বলে রামদিনের হাতে ধরা পড়েন মাহমুদুল্লাহ। তার বিদায়ের আর বেশি দূর এগোয়নি বাংলাদেশের ইনিংস।

সোমবার বসেজু স্টেডিয়ামে ৭ উইকেটে ১০৪ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।

প্রথম টেস্টে ফলো-অনে পড়া বাংলাদেশ ইনিংস হারের লজ্জা এড়ালেও ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারে।
রাজ্জাককে ছাড়িয়ে সাকলাইন সজীবের রেকর্ড


রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৮২ রানে ৯ উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকলাইন। তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে অতিথিরা মাত্র ২০৬ রানে অলআউট হয়ে যায়।
প্রথম শ্রেণির ক্রিকেটে রাজ্জাক ৯ উইকেট নিয়েছেন নিয়েছেন দুইবার। গত মৌসুমেই জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর বিপক্ষে কক্সবাজারে ৯১ রানে ৯ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।
মাত্র ৭ রানের জন্য সেবার নিজের গড়া রেকর্ড স্পর্শ করতে পারেননি রাজ্জাক। ২০১২/১৩ মৌসুমে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৮৪ রানে ৯ উইকেট নিয়ে মোশাররফ হোসেনের রেকর্ড নিজের করে নিয়েছিলেন তিনি।
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৯ উইকেট নেয়ার কৃতিত্ব মোশাররফের। ২০০৪/০৫ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের বিপক্ষে ১০৫ রানে ৯ উইকেট নিয়েছিলেন বরিশাল বিভাগের হয়ে খেলা এই বাঁহাতি স্পিনার।

Bangladesh beat Afghanistan 1-0 in Asian Games opener


The Under-23 football team beat the SAFF Champions 1-0 at the Munhak Stadium in Incheon on Monday.

Bangladesh captain Mamunul Islam scored the winner in the 83rd minute.

The Afghans dominated the first half of the game, but Lodewijk de Kruif’s side kept their post secured thanks to the defenders.

Despite the 66 percent Afghan possession, Bangladesh made their way through the rival defence in the second half.

Bangladesh will face Uzbekistan on Sep 18 and Hong Kong on 22 in their Group B matches.

Two teams will qualify for the quarter-finals from the group

Real out to break holders' jinx in 60th European Cup


To be fair, the old Manchester United manager did make this observation long before the exhilarating 2014 edition of the World Cup restored most football folk’s faith in the sport’s premier event.
So now it is time for Uefa’s ever more unstoppable juggernaut of an event to re-establish its bragging rights as the 60th edition of the European Cup competition - and the 23rd in its Champions League guise - kicks off this week with its first set of group matches on the long road to a climax at Berlin’s Olympiastadion next June.
The Champions League’s paymasters can ask again who cares about the World Cup when hundreds of millions are able to see Lionel Messi, Cristiano Ronaldo and company strut the dandiest stages of European club football week in, week out over the next 10 months?
The competition, which was worth 57.4 million euros ($74.40 million) in prize money to last season’s champions, has mushroomed into an unrecognisable phenomenon and veritable cash cow from the inaugural 29-game, 16-team tournament of 1955-1956 which made an intriguing bow with no television or sponsorship nor, indeed, sniffy Englishmen.
Some things never change, though.
Just as the Cup’s first edition in 1956 was won by Real Madrid, so the Spanish aristocrats begin tournament number 60 as holders and warm favourites, even after their underwhelming start to the La Liga campaign.
Even without AC Milan and Manchester United, 10-times winners between them, in this year’s draw, there is predictability to what will eventuate.
It is no coincidence that the four favourites this season - Real Madrid, Bayern Munich, Barcelona and Chelsea - are also the last four heavyweight winners of the trophy.
The last genuine surprise winners? Jose Mourinho’s Porto in 2004, 18 of the last 19 winners having come from one of the continent’s big four leagues - La Liga, Bundesliga, Premier League and Serie A. The Champions League is not big on fairytales.
Here is another predictable prediction. Carlo Ancelotti can claim that his Real Madrid squad "is stronger than it was last year" - a highly debatable assertion without Xabi Alonso and Angel di Maria offering their excellent balance - but they will not defend their title.
Why? Modern Champions League lore dictates that the winner never repeats, that the pressure is too much. You have to go back to Arrigo Sacchi’s Milan in 1990, three years before the inaugural Champions League final, to find the last back-to back European champions.
More than that, no champions since then have ever been succeeded by a club from their own country.
So Barcelona, with their own set of striking Galacticos - Messi, Neymar and Luis Suarez - and last year's beaten finalists Atletico Madrid, still hewn from Diego Simeone’s inspirational one-for-all image, have their work cut out.
Yet for Real, surely the pressure of finally landing the fabled 10th crown - La Decima - last season ought to make the idea of winning the not-so-exacting 'Undecima' seem a mere trifle?
If it happens, Ancelotti would be the first coach ever to win 'the Cup with the big ears' four times. Added to his two titles as a player with Milan, it would cement this quiet achiever's standing as equalling Real Madrid's Francisco Gento as the most decorated figure in European Cup annals.
Gento played in all six of Real Madrid's European Cup triumphs between 1956 and 1966.
Major Casualty
Surely, as Real prepare to start their defence at the Bernabeu against Basel on Tuesday, President Florentino Perez must believe they can break the Champions League holders’ jinx, especially if Cristiano Ronaldo can maintain his supersonic form of last term, with his record 17 goals in a campaign.
Ronaldo himself predicts he is not finished yet, stating: "In terms of individual achievements I’m going to try to break my own records. I know it’s tough, but I’m going to try."
Indeed, it seems a decent bet that this season, both Ronaldo and Messi will shoot past the all-time tournament record of 71, held by Real’s former immaculate marksman, Raul.
Traditionalists may pine for the days before the occasionally less than gripping group stages when a big fish could be netted early in a straight knockout competition.
Yet there is always room for a major casualty to go tumbling before the end of the year.
Bayern Munich and Manchester City, the champions of Germany and England respectively, meet on Wednesday for the third tournament out of four and have to repel both Serie A runners-up AS Roma and Russian champions CSKA Moscow in a highly competitive Group E.
A couple of other Anglo-German clashes - Arsenal renewing familiar rivalry at Borussia Dortmund and Chelsea hosting Schalke 04 - may be the pick of the other opening round games.
For a bit of romance, though, look no further than Anfield where the returning five-times champions Liverpool will play host to the unsung Bulgarian side Ludogorets and their amazed new celebrity, Cosmin Moti.
Defender Moti was the unlikely hero who, pressed into emergency action as substitute goalkeeper in Ludogorets’ qualifying playoff against Steaua Bucharest, scored one and saved two in his side’s victorious shootout.
"Everything in football is possible," said the man who had laughed that Steaua’s penalty takers could not possibly know what he was going to do because he did not know himself.
With Ludogorets’ first-choice keeper Vladislav Stoyanov suspended, their coach Georgi Dermendzhiev suggested, perhaps only half in jest, that Moti might end up in goal at Anfield.
It would not be just Liverpool's Kop, who have long believed in Champions League fairytales, but the entire tournament which would adore that.

Sunday, 14 September 2014

সহজ জয় বায়ার্ন আর ডর্টমুন্ডের