অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য
টার্নিং উইকেটের চাওয়াটা পরোক্ষভাবে জানিয়ে দিয়েছেন চন্দিকা হাথুরুসিংহে।
তবে চাওয়া পূরণের কাজটা যে কিউরেটরদেরই বুঝে নিতে হবে, সেটাও তাদের মনে
করিয়ে দিয়েছেন বাংলাদেশের এই কোচ।
উপমহাদেশে এসে বরাবরই মানিয়ে নিতে সমস্যা হয় অস্ট্রেলিয়ার। স্টিভ ওয়াহর
‘অজেয়’ অস্টেলিয়া কিংবা রিকি পন্টিংয়ের দলও খাবি খেয়েছে উপমহাদেশের টার্নিং
উইকেটে। সবশেষ গত বছর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের কাছে পাত্তা পায়নি
মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া।
এবার বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ায় দলটি হতে যাচ্ছে আরও দুর্বল। বিশেষ করে ব্যাটিং অর্ডার নিশ্চিতভাবেই হবে অনেক অনভিজ্ঞ।
বৃহস্পতিবার
শের-ই-বাংলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হাথুরুসিংহে। বাংলাদেশ
কোচের কাছে প্রশ্ন ছিল টার্নিং উইকেট বানাতে কিউটেরদের পরামর্শ দেবেন কিনা।
সরাসরি না বলে বাংলাদেশ কোচ উত্তর দিলেন ঘুরিয়ে, বুঝিয়ে দিলেন ইঙ্গিতে।
“আমার
পক্ষে এটা বলা কঠিন। কিউরেটাররা উইকেট বানায়, আমি কোচিং করাই। ওরা যদি
ব্যাপারটা বুঝতে পারে (অস্ট্রেলিয়া টার্নিং উইকেটে দুর্বল), তাহলে সেভাবেই
উইকেট বানাবে!”
২ টেস্টের সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া।
No comments:
Post a Comment