অ্যাশেজের পর অবসর নিয়েছেন মাইকেল ক্লার্ক, ক্রিস রজার্স, ব্র্যাড
হ্যাডিন ও শেন ওয়াটসন। চোটের কারণে আসতে পারবেন না বলে প্রায় নিশ্চিত ডেভিড
ওয়ার্নার। মিচেল জনসন ও জশ হেইজেলউড বিশ্রাম পেতে পারেন বলে জানিয়েছে
ক্রিকেট অস্ট্রেলিয়া।
এবার বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দলটি তাই হওয়ার কথা প্রায় নতুন চেহারার। বিশেষ করে ব্যাটিং লাইন আপে থাকবে একদমই অনভিজ্ঞরা।
চন্দিকা হাথুরুসিংহের ধারণা, অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের সিরিজে দারুণ কিছু করার বড় সুযোগ বাংলাদেশের জন্য।
“আমি
সত্যিই আশাবাদী, কারণ এই কন্ডিশন ওদের চ্যালেঞ্জ জানাবে। আমরাও দল হিসেবে
উন্নতি করছি। আমি আশাবাদী যে, এমন কিছু আমরা করতে পারব, ওদের বিপক্ষে আগে
যা কখনও করতে পারিনি।”
তবে কোনো পরিস্থিতিতেই যে অস্ট্রেলিয়াকে একটুও হালকা করে দেখার সুযোগ নেই, সেটাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ কোচ।
“অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা কখনোই সহজ নয়। ওরা বিশ্বের এক নম্বর দল। ওদের
হালকা করে দেখার সুযোগ নেই। দলে যে-ই আসুক বা না আসুক, অস্ট্রেলিয়ার
বিপক্ষে খেলা সবসময়ই বড় চ্যালেঞ্জ। ক্রিকেটার তুলে আনার সেরা সিস্টেমটা
ওদের আছে। ওদের ‘এ’ দল সম্প্রতি ভারতে দারুণ খেলেছে। কাজেই এই সিরিজ
চ্যালেঞ্জিং হবেই।”২ টেস্টের সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল।
দু'দলের আগের চার টেস্টের তিনটিতেই ইনিংস ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। বাকি একটিতে তারা জিতেছে ৩ উইকেটে।
No comments:
Post a Comment