গত ২২ অগাস্ট থেকে নতুন মৌসুমের জন্য ২৭ ক্রিকেটারকে নিয়ে এলিট
প্লেয়ার্স কন্ডিশনিং ক্যাম্প শুরু করে বিসিবি। ট্রেনার ভিল্লাভারায়ণের
তত্ত্বাবধানে প্রথম ২ সপ্তাহ শুধু ফিটনেস নিয়েই কাজ করেছেন ক্রিকেটাররা। এই
সপ্তাহ থেকে ফিটনেসের পাশাপাশি শুরু হয়েছে স্কিল ট্রেনিং।
ছুটি শেষে
বাংলাদেশে ফিরে হাথুরুসিংহে অনুশীলনে যোগ দিয়েছেন দিন তিনেক হলো।
বৃহস্পতিবার বাংলাদেশ কোচ মুখোমুখি হয়েছিলেন সংবাদ মাধ্যমের। জানালেন
ক্রিকেটারদের ফিটনেস এবং ফিটনেস নিয়ে কাজ করায় নিবেদন দেখে সন্তুষ্টির কথা।
“ব্যস্ত
মৌসুমের পর ফিটনেস নিয়ে কাজ করার ভালো সুযোগ ছিল গত কিছুদিন। ক্রিকেটারদের
শারীরিক সামর্থ্য ও মানসিকতা আগের পর্যায়ে ফিরিয়ে আনার প্রয়োজন ছিল।
ফুরফুরে, চনমনে করে তোলার প্রয়োজন ছিল। মারিওর (ট্রেনার) সঙ্গে কথা হয়েছে
আমরা। ক্রিকেটারদের নিবেদন নিয়ে সে খুবই খুশি। আমি তার সেই ভালোলাগার কথা
ক্রিকেটারদের জানিয়েছি। এটা ক্রিকেটারদের খুব ভালো মানসিকতা।”
ফাস্ট বোলারদের ফিটনেস নিয়ে একটু নিবিড়ভাবে কাজ করা হচ্ছে জানালেন বাংলাদেশ কোচ।“ফাস্ট
বোলার আমাদের বেশি নেই, এজন্য ভালোভাবে নজর রাখতে হচ্ছে। আমি তো চাইব
তিনটি জায়গার জন্য যেন অন্তত দশজন ফাস্ট বোলার লড়াইয়ে থাকে। এই মুহূর্তে
সেটা দেখা যাচ্ছে না। এজন্যই যখনই সুযোগ পাই, ওদের ফিটনেস নিয়ে কাজ করা
জরুরী।”
হাথুরুসিংহে আলাদা করে বললেন ব্যাটসম্যানদের ফিটনেসের কথাও।
“শুধু
ফাস্ট বোলারদের নয়, ব্যাটসম্যানদেরও ফিটনেস খুব ভালো হওয়া দরকার। নইলে
লম্বা ইনিংস খেলতে পারবে না। মনযোগে ঘাটতি দেখা যাবে। আর ব্যাটসম্যানদের
উইকেট হারাতে সেকেন্ডের ব্যবধানের অমনোযোগিতাই যথেষ্ট।
No comments:
Post a Comment