ইংল্যান্ডের লক্ষ্য ৩০০ রান
গ্লেন ম্যাক্সওয়েল ও জর্জ বেইলির
অর্ধশতকে চতুর্থ ওয়ানডেতে লড়াইয়ের পুঁজি গড়েছে অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচিয়ে
রাখতে জয়ের জন্য ৩০০ রান চাই ইংল্যান্ডের।
শুক্রবার লিডসের হেডিংলিতে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৯৯ রান করে অস্ট্রেলিয়া।
ডেভিড
উইলির দারুণ বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৩০ রানের মধ্যে
অতিথিদের প্রথম তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন উইলি। জো বার্নসকে বোল্ড,
অ্যারন ফিঞ্চকে জনি বেয়ারস্টোর ক্যাচ ও স্টিভেন স্মিথকে এলবিডব্লিউর ফাঁদে
ফেলেন এই পেসার।
চতুর্থ উইকেটে ম্যাক্সওয়েল-বেইলির ১৩৭ রানের
জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। মইন
আলির বলে ম্যাক্সওয়েল বোল্ড হলে ভাঙে ২১.১ ওভার স্থায়ী জুটি। ৬৪ বলে
ম্যাক্সওয়েলের ৮৫ রানের ঝড়ো ইনিংসটি সাজানো ১০টি চার ও দুটি ছক্কায়।
মিচেল
মার্শের সঙ্গে ৪৩ রানের আরেকটি জুটিতে দলকে দুইশ' পার করেন বেইলি। তিন
বলের মধ্যে বেইলি-মার্শকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফেরান লিয়াম
প্লানকেট। তাকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে ৭৫ রানের ভালো একটি ইনিংস খেলেন
বেইলি।
এরপর মইন অভিষিক্ত মার্কোস স্টোইনিসকে বিদায় করলে
অস্ট্রেলিয়ার ওপর চাপ আরও বাড়ে। তবে যাথু ওয়েড ও জন হেস্টিংসের ঝড়ো
ব্যাটিংয়ে সেই চাপ পেছনে ফেলে ইংল্যান্ডকে তিনশ' রানের লক্ষ্য দেয়
অস্ট্রেলিয়া।
অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ৮.২ ওভারে রানের ৮৪ জুটি
গড়েন ওয়েড-হেস্টিংস। ৫০ রানে অপরাজিত থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়েডের
২৬ বলের ইনিংসটি ৩টি করে ছক্কা ও চার সমৃদ্ধ। হেস্টিংসের ২৬ বলে অপরাজিত ৩৪
রানের ইনিংসটি গড়া ৩টি চার ও ২টি চারে সাজানো।
No comments:
Post a Comment