নয় তরুণে আস্থা
বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা নয়
তরুণের ওপর অগাধ আস্থা রয়েছে মাশরাফি বিন মুর্তজার। বাংলাদেশ অধিনায়কের
বিশ্বাস প্রথমবারের মতো খেলতে এলেও জ্বলে উঠবেন এই ক্রিকেটাররা।
বাংলাদেশের এনামুল হক, মুমিনুল হক, সৌম্য সরকার, নাসির হোসেন, সাব্বির
হোসেন, তাইজুল ইসলাম, আরাফাত সানি, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।
বুধবার ক্যানবেরার ম্যানুকা
ওভালে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ।
তারুণ্যের শক্তিতে নিজের আস্থা থাকার কথা জানিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে
মাশরাফি বলেন, “সব সময়ই বিশ্বাস করি, বড় কিছু করতে হলে তরুণরা
গুরুত্বপূর্ণ। সারা দুনিয়ায় বড় যা কিছু হয় তাতে তরুণরা থাকে।”
মাত্র
একটি ওয়ানডে খেলেই ওয়ানডের সেরা টুর্নামেন্টে খেলতে এসেছেন সৌম্য, তাইজুল।
তরুণদের অনেকেরই খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। অনভিজ্ঞতা ভালো খেলার
পথে কোনো বাধা হবে বলে মনে করেন না মাশরাফি।
“ওরা ইতিবাচক, ওরা কিছু করতে চায়। ওরা ভালো অবস্থায় আছে। ওরা যদি এটা ধরে রাখতে পারে, আশা করি, ওরা ভালো করবে।
২০০৭
সালের বিশ্বকাপে অভিষেক হয়েছিল সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর
রহিমের। এই ত্রয়ী এখন দলের অন্যতম ভরসা। বাংলাদেশের অধিনায়ক মনে করেন,
তরুণরা দৃঢ়প্রতিজ্ঞ থাকলে তারা সাকিবদের চেয়েও ভালো করবেন।
No comments:
Post a Comment