মঙ্গলবার ওভালের এই মাঠেই স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড।
এই ম্যাচের আগে জেনে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান:
* ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে চারটি ওয়ানডে খেলে সবকটিতে জিতেছে নিউ জিল্যান্ড; তার মধ্যে এই বছরই দুই ম্যাচে শ্রীলঙ্কাকে ১০৮ ও ১২০ রানে হারায় তারা।
* নিউ জিল্যান্ডের মাটিতে ৩ ওয়ানডে খেলে ১১১.৫ গড়ে ২২৩ রান করেছেন স্কটল্যান্ডের ব্যাটসম্যান প্রেস্টন মমসেন।
* ২০১৪ সালের জানুয়ারি থেকে টেস্ট খেলা দলগুলোর মধ্যে ব্রেন্ডন ম্যাককালাম চার-ছক্কা মেরে শতকরা সবচেয়ে বেশি (৬৯.৭%) ওয়ানডে রান করেছেন। আর এই হিসেবে তৃতীয় সর্বোচ্চ রান নিয়েছেন তারই স্বদেশী কোরি অ্যান্ডারসন (৬৪.৬%)।
* ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে এ পর্যন্ত ২১ জন নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে জয়ের দিক দিয়ে শতকরা হিসেবে ম্যাককালামের সাফল্যের হার দ্বিতীয় সর্বোচ্চ (৫৬.৩%)।
মুখোমুখি নিউ জিল্যান্ড-স্কটল্যান্ড:
নিউ জিল্যান্ড | স্কটল্যান্ড | |
ম্যাচ | ২ | ২ |
জয় | ২ | ২ |
হার | ২ | ২ |
টাই | ০ | ০ |
পরিত্যক্ত | ০ | ০ |
জয় % | ১০০.০ | ০ |
বিশ্বকাপে মুখোমুখি:
নিউ জিল্যান্ড | স্কটল্যান্ড | |
ম্যাচ | ১ | ১ |
জয় | ১ | ০ |
হার | ০ | ১ |
টাই | ০ | ০ |
পরিত্যক্ত | ০ | ০ |
জয় % | ১০০.০ | ০ |
No comments:
Post a Comment