আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু ম্যানুকা ওভালের নেটে অন্যরকম এক চ্যালেঞ্জে কোচ হাথুরুসিংহেকে হারিয়ে দিয়েছেন তামিম ইকবাল।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু ম্যানুকা ওভালের নেটে অন্যরকম এক চ্যালেঞ্জে কোচ হাথুরুসিংহেকে হারিয়ে দিয়েছেন তামিম ইকবাল।
ম্যানুকা ওভালে
নেটে অনুশীলন করছিলেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান। 'সাইডআর্ম ডিভাইস' দিয়ে করা
হাথুরুসিংহের একটি ইয়র্কারে আউট হয়ে যান তামিম। বোল্ড হওয়া তামিমকে নেট ছাড়তে বলেন
কোচ।
বিষয়টি হয়ত তামিমের আঁতে লাগে। কোচকে চ্যালেঞ্জ জানিয়ে বসেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান-আরেকবার আউট হলেই নেট ছেড়ে চলে যাবেন।
"আমি যদি (আবার) আউট হই, তাহলে আমি আউট। আমি চলে যাব। আমি সিরিয়াস। কোচ, আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি।"
কোচ তামিমকে বুঝিয়ে নেট ছাড়তে বলেন। কিন্তু তামিম নাছোড়বান্দা। অবশেষে তাকে আরেকটা সুযোগ দিলেন কোচ।
সুযোগ পেয়ে তামিম নেটে জ্বলে উঠলেন। হাথুরুসিংহে তাকে আউট করার জন্য যত গতিতে পারলেন বল ছুড়লেন। কিন্তু কভার ড্রাইভ, স্ট্রেইট ড্রাইভ, অন ড্রাইভ, পুল, কাট—সবধরণের শট খেললেন তামিম। আর আউট হলেন না তিনি।
'ভালো শট' বলে তামিমকে বাহবা দেন কোচ। আর পরামর্শ দেন, ম্যাচের সময় মনোযোগ ধরে রাখার।
আগামী বুধবার ক্যানবেরার ম্যানুকা ওভালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
বিষয়টি হয়ত তামিমের আঁতে লাগে। কোচকে চ্যালেঞ্জ জানিয়ে বসেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান-আরেকবার আউট হলেই নেট ছেড়ে চলে যাবেন।
"আমি যদি (আবার) আউট হই, তাহলে আমি আউট। আমি চলে যাব। আমি সিরিয়াস। কোচ, আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি।"
কোচ তামিমকে বুঝিয়ে নেট ছাড়তে বলেন। কিন্তু তামিম নাছোড়বান্দা। অবশেষে তাকে আরেকটা সুযোগ দিলেন কোচ।
সুযোগ পেয়ে তামিম নেটে জ্বলে উঠলেন। হাথুরুসিংহে তাকে আউট করার জন্য যত গতিতে পারলেন বল ছুড়লেন। কিন্তু কভার ড্রাইভ, স্ট্রেইট ড্রাইভ, অন ড্রাইভ, পুল, কাট—সবধরণের শট খেললেন তামিম। আর আউট হলেন না তিনি।
'ভালো শট' বলে তামিমকে বাহবা দেন কোচ। আর পরামর্শ দেন, ম্যাচের সময় মনোযোগ ধরে রাখার।
আগামী বুধবার ক্যানবেরার ম্যানুকা ওভালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
No comments:
Post a Comment