-
মিডল অর্ডারে মুমিনুল হককে ব্যাট হাতে হাল ধরতে হবে-হয়ত এটাই তাকে বোঝাচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: বিসিবি
আফগানিস্তান ম্যাচের আগে স্নায়ুচাপে
ভুগছে না বাংলাদেশ দল; অন্তত তাই জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপে
নিজেদের প্রথম ম্যাচের আগে পূর্ণ শক্তির বাংলাদেশ দলের ওপর আস্থা রাখছেন এই
অলরাউন্ডার।
বুধবার ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ।
সোমবার কঠোর অনুশীলনে সেই ম্যাচের প্রস্তুতি নেয় বাংলাদেশ দল। মাহমুদুল্লাহ জানান, প্রতিপক্ষ নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছেন তারা।
গত
বছর দেশের মাটিতে এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ।
বিসিবির নিষেধাজ্ঞায় সেই ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান। দলে এবার
সবাই আছেন, চোট সমস্যাও নেই, তাই নির্ভার মাহমুদুল্লাহ।
“এশিয়া কাপের
সেই ম্যাচে আমরা সেরা দুই ক্রিকেটারকে বাইরে রেখে খেলেছি, এবার খেলব
পূর্ণশক্তির দল নিয়ে। এই ম্যাচ নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। এ নিয়ে
বাড়তি স্নায়ুচাপ কারো মধ্যে লক্ষ্য করছি না। আমাদের লক্ষ্যটা অভিন্ন, ভাল
করা।”
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এবারের ম্যাচকে প্রতিশোধের উপলক্ষ হিসেবে দেখছেন অনেকে। তাদের মধ্যে নেই অলরাউন্ডার মাহমুদুল্লাহ।
“এশিয়া কাপে হারের পর আমরা ওদের টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছি। প্রতিশোধ আগেই নিয়েছি। এই ম্যাচকে প্রতিশোধের বলবো না।”
প্রত্যাশার
চাপ নিয়েও ভাবছে না বাংলাদেশ। চাপে পড়েছেন এমন ভাবনা নিয়ে মাঠে নামতে চান
না বলে জানান মাহমুদুল্লাহ। তিনি বলেন, “আক্রমণাত্মক ও ইতিবাচক ক্রিকেট
খেলতে চাই। ওরা দারুণ একটি দল; আমরা ওদের শ্রদ্ধা করি। তবে নিজেদের ওপর
আমাদের আস্থা রয়েছে।”
অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে
ব্রিসবেনে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করে বাংলাদেশ। বাংলাদেশের সাবেক
সহ-অধিনায়ক মনে করেন না, দুই সপ্তাহের অনুশীলনে টেকনিকে খুব বেশি উন্নতি
সম্ভব।
বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সব প্রস্তুতি
ম্যাচে হারে বাংলাদেশ। মাহমুদুল্লাহ জানান, এই চার হার নিয়ে কোনো দুর্ভাবনা
নেই বাংলাদেশ দলে। সবাইকে সুযোগ দেয়া আর পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারটিই
বেশি গুরুত্বপূর্ণ ছিল।
দেশের মাটিতে স্পিনাররা যে ভূমিকা পালন
করেন অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে পেসারদের সেই ভূমিকায় দেখতে চান
মাহমুদুল্লাহ। সাফল্য পেতে বোলারদের বোলিংয়ে বৈচিত্র্য আনার কথা বলেন তিনি।
“প্রথমে ব্যাট করলে তাই কিছুটা সময় ধৈর্য্য ধরা উচিত। এর পর রান এমনিতেই আসবে।”
No comments:
Post a Comment