আফগানিস্তান ম্যাচে তামিমে ভরসা অধিনায়কের
চোট কাটিয়ে উঠা তামিম ইকবালের ওপর
আস্থা রাখছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস,
আফগানিস্তানের বিপক্ষে সেরা খেলাটাই খেলবেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।
বিশ্বকাপের আগে বাঁ হাটুতে অস্ত্রোপচার হয় তামিমের। এরপর থেকে পুনর্বাসন
প্রক্রিয়ায় ছিলেন এই বিস্ফোরক ব্যাটসম্যান। ভালো সূচনার জন্য তার দিকেই
তাকিয়ে আছে বাংলাদেশ।
মঙ্গলবার ক্যানবেরার ম্যানুকা ওভালে সংবাদ
সম্মেলনে মাশরাফি বলেন, “(অস্ট্রেলিয়ায়) আসার আগে তার একটা অস্ত্রোপচার
হয়েছে। এখানে এসে পুনর্বাসনের কাজ করেছে। ও মানসিকভাবে শক্ত। দেখে মনে
হচ্ছে না, ওর কোনো সমস্যা আছে।”
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে
বাংলাদেশের অনানুষ্ঠানিক দুই প্রস্তুতি ম্যাচে খেলেননি তামিম। বিশ্বকাপের
প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেন ৮১ রানের চমৎকার এক ইনিংস।
“পাকিস্তানের বিপক্ষে রানিং বিটুইন দ্য উইকেট ও ফিল্ডিংয়ে ভালো করেছে তামিম। আশা করি, (আফগানিস্তানের বিপক্ষে) সেরা খেলাটাই খেলবে।”
No comments:
Post a Comment