২২ গজে ঝড় তুলে দলের রান দ্রুত এগিয়ে
নিয়ে যাওয়া, এরপর ২০১৩ সালে আইপিএলে মিলিয়ন-ডলারের চুক্তি করা; সব মিলিয়ে
গ্লেন ম্যাক্সওয়েলকে ‘দ্য বিগ শো’ নামে ডাকে সবাই। তবে সাম্প্রতিক অতীতে এই
তারকা বড় ইনিংস খুব বেশি উপহার দিতে পারেননি। এটা বিশ্বকাপে বাংলাদেশের
বিপক্ষে ম্যাচেই চায় অস্ট্রেলিয়ার সমর্থকরা।
ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলে ২০১২ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলে সুযোগ পান
ম্যাক্সওয়েল। তবে ৪২টি ওয়ানডে খেলে ৩১.৬৮ গড়ে রান তোলা ম্যাক্সওয়েল তার
নামের প্রতি সুবিচার করতে পারেননি।
বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে
শেষ প্রস্তুতি ম্যাচে সহজাত ঝলক অবশ্য দেখান ম্যাক্সওয়েল। ৫৭ বলে ১১টি চার ও
৮টি ছয়ে ১২২ রান করে অবসর নেন তিনি।
এরপর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৪০ বলে ৬৬ রান করেন ম্যাক্সওয়েল। ইনিংসটিতে ১১টি চারও মারেন তিনি।অস্ট্রেলিয়ার সমর্থকরা অবশ্য এতেও সন্তুষ্ট নয়। তারা আরও বড় কিছু চায়। আর সেই বড় কিছু বাংলাদেশের বিপক্ষেই আসুক, এটাই তাদের চাওয়া।
ইংল্যান্ডের
বিপক্ষে ম্যাচে ওয়ানডেতে দশম অর্ধশতক পাওয়া ম্যাক্সওয়েলের পরিণত হওয়ার
লক্ষণ বলে মনে করেন সেই ম্যাচের সেরা অ্যারন ফিঞ্চ।
“আত্মবিশ্বাসী আর ভালো খেলতে থাকা গ্লেনের কি সামর্থ্য আছে, সেটা সবাই দেখছে।”
ম্যাক্সওয়েল অবশ্য এসব নিয়ে ভাবেন না। তিনি শুধুই দলকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন দেখছেন।
“আমি ‘দ্য বিগ শো’ অথবা এরকম কিছু হিসেবে পরিচিত হতে চাই না-আমি শুধু অস্ট্রেলিয়ার ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হতে চাই।”
No comments:
Post a Comment